হারানো রেলিং

হারানো রেলিং

 

আমার হারানো সময়ের হাত ধরে তুমি পথ হাঁটছো পথে

রোজকার সূর্যে বিশ্বাসটা সেঁকে রেলিং দিয়েছিলাম

খণ্ড বিখণ্ড আশালতার নড়বড়ে ভিতে

সারিবদ্ধ মিছিলের সঙ্গীতের সাথে উদ্বিগ্ন গলা মিলিয়ে

আমার হারানো সেই রেলিংএ ভর দিয়েছ তুমি আজ

জীবনের ড্রইং রুমে সাজানো ট্রফি গুলিতে

হয়ত বা লেগেছিল পরাজিতের দীর্ঘতর শ্বাস

আজ সে সবও ইতিহাস

সে সব হারানো সিন্দুকের চাবির গোছা ছুঁয়ে ছুঁয়ে দৌড়াও তুমি

আমাদের স্মৃতির ক্যানভাসে বিবর্ণ রঙ

তোমাদের তুলিতে কথা বলে ওঠে

ধান বোনা সবুজের সরস ভরসায় আশাবরী ঢঙে

তারপর সময়ের গণিততত্বে ছায়াসূর্য যদিও আঁধার ছোঁয়াবে

জীবনের রোজকার রঙে

 

(২৪/০৪/১২)

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন