হুইসেল

 হুইসেল


সপ্তাহের শেষ ট্রেন

প্ল্যাটফর্ম ছেড়ে চলে গেলে রাত চেরা হুইসেলে

পলাশের ক্লান্ত মগডালে

বসন্তের জ্যোৎস্না ব্যাস্ততার শরীর বিছালো

 

সারাদিন বিশ্রামের পর

মালোবিকার ভ্যানিটিতে দুধ সাদা ওম

বেআব্রু পোশাকের গন্ধে নিশুতির রঙ

মিউচুয়্যাল ফাণ্ডের জীবন

 

কখনো মায়াবী রাত

মাগধী প্রাকৃতে শিস দিয়ে ওঠে

প্যারিসের বার থেকে ভেগাসের ক্যাসিনো-

শুধু অন্ন নয় বস্ত্র ফেলে শয্যার খোঁজে

 

একদেহ আয়নার হাসি মালোবিকার স্বপ্ন নিয়ে

সরীসৃপ সময়ের চাকা মালোবিকার বরাভয় ঠোঁটে

রাত ক্লান্ত জ্যোৎস্না নিয়ে চোখে

বুড়ি চন্দ্রটা ফাজিল হয়ে ওঠে

 

(১৩/০৫/১২)

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন