স্মৃতির ঘুড়ি

স্মৃতির ঘুড়ি

 

শৈশবের হলুদ পাতায় উচ্ছ্বল গোধুলির রঙে

একটি বালিকার মুখ আঁকা আছে

বর্ষা ভেজা মাধবীলতায় স্নান করা দুষ্টুমি চোখ

ঝর্ণাদৌড় পায়ে এক বাংলা সবুজ মাখা চঞ্চলতা

বয়সসন্ধির কৌতুহল ফোটা পোশাকে

জীবনের অপার বিস্ময় যেখানে কেবলই মুগ্ধতায় ঝরে

শরৎ শিউলীর মতোন স্বপ্নের ঘুড়িতে

রাতজাগা রাজপুত্তর যখন নেমে আসে তার বিমুগ্ধ চোখে

তেমনই এক চৈতালী সকালে তাহার সাথে দেখা

তাহার উন্মন মাধুরীর পরিসরে

সমস্ত দিনের অভিপ্রায়ে ভালোলাগা

বাঁশি হয়ে বেজে ওঠে যখন তখনই এমন হয়

জীবনের মানে যদি রেলগাড়ী হয়;

ক্রমাগত স্টেশন বদলায়

তারপর যত মুখ আসে যত ঠোঁট আদরের নিবিড় সময়

যত ভিড় জীবনের এভারেস্ট চূড়োয়

তত যেন তাকে মনে হয়

 

(১১/০৭/১২)

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন