হরপ্পা পেড়িয়ে নাগাসাকির দিকে

হরপ্পা পেড়িয়ে নাগাসাকির দিকে

 

প্রেরণার শুশ্রূষা ছাড়া দূব্বার বুকে জমে না সবুজ

আলো পতঙ্গের মত মৃত্যুতে

তবুও জীবনের মানে উষ্ণতা ওম

অনুপম অনুভবে স্পর্শ উল্লাস

উৎসবে বেদনায় জলপরী নারীর টানে চলেছি

হরপ্পা পেড়িয়ে নাগাসাকির দিকে

 

প্রেরণার শুশ্রূষা ছাড়া ইতিহাস মানেই বিচারের বাণী

নীরবে নিভৃতে কাঁদে

দূরন্ত ঝড়ের মুখোমুখি তবুও শিকড়

মাটিতে মুখ রাখে রোদকণা লোভে

স্বপ্ন সাধ সাধনায় নারীর টানে চলেছি

হরপ্পা পেড়িয়ে  নাগাসকির দিকে

 

প্রেরণার শুশ্রূষা ছাড়া বোধিবৃক্ষে হয়না তীর্থ

লাঙলের ফলায় নবান্নের ঘ্রাণ

দূর্ভিক্ষ মহামারীর মুখে তবুও মানুষ

প্লাবনে নৌকা ভাসায় ঠিকানা ধরে রেখে

রূপকথা অলীক জেনেও নারীর টানে চলেছি

হরপ্পা পেড়িয়ে নাগাসাকির দিকে

 

 (২২/০৫/২০১২)

 

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন