স্বপ্নভরা কানায় কানায়

স্বপ্নভরা কানায় কানায়

 

রাত নেমেছে আঁধারচুঁয়ে বস্ত্রভেজা ঘামে

প্রিয়ার আদর সোহাগমাখা আজ যে এল খামে

রাতনিরালা বিজনবাসে প্রিয়ার হাতে লেখা;

ভালোবাসার সহজপাঠ তাহার কাছেই শেখা

প্রিয়ার সাধে বাজিয়ে চলি রাধারমণ বাঁশি

আঁধারচিরে ওঠে জ্বলে আমার প্রিয়ার হাসি

ঢেউ উঠেছে ভালোবাসার প্রিয়ার বক্ষজুড়ে

ঢেউয়ের মাথায় নাচন তাহার আমার জীবন ঘুরে

 

আমার প্রিয়া আঁধার রাতে অঙ্গজুড়ে গান

অধর সুখের কল্পনাতে সোহাগ করি পান

আমার প্রিয়া রাত শরীরে স্বপ্ন নীলপরী

কলজে পোড়া স্মৃতির আগুন সুরাপাত্র ভরি;

রোজ নিশীথে প্রিয়ার মুখে আদর করি জরো

ঘুম হারানো দু-চোখ জুড়ে কল্পনা আবারো

 

সত্যি যদি এমন হতো প্রিয়ার রাতের ঘুম

আমার স্বপ্নে বিভর থাকে সারা মরশুম?

 

(২৭/০৮/১২)

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন