স্বপ্নভঙ্গের রাতে

স্বপ্নভঙ্গের রাতে

 

শতাব্দীর আলো জ্বেলে

একবার আমার দিকে ফিরো মেয়ে।

নিবিড় প্রেমের বাঁশিতে

ভরেছি তোমার নাম।

সে নামে যত রোদ দিয়ে গেছে অবিরাম,

পৃথিবীর মনীষীরা সব;

আমার নিরালা সংলাপে

তার আলাপন সব জমিয়ে তুলেছি দেখো

শুধু তোমারই জন্যে।

শেষ রাতের

প্রথম ট্রেনের শব্দ লাইন দিয়ে গড়িয়ে গেলে

আমিও হেঁটেছি যমুনার তীর দিয়ে।

তাজমহলের নীল নকশা নিয়ে।

 

(১৭/১০/১২)

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন