স্ট্যাচু

স্ট্যাচু 


ইলশেগুঁড়ি বৃষ্টি বুকে নিয়ে

সন্ধ্যা নামল ধীর পায়ে।

আষাঢ় ভরা তৃষ্ণা নিয়ে আমার পাঁজর

দিন গুনেছে অনেক।

মানুষের ঘরবাড়ির স্বপ্নে মধ্যরাতের নিশ্চিন্তি

যত তীব্র তত যুদ্ধ

নিশ্বাস ফেলে ঘাড়ের কাছে।

 তোমার ঘাড় উজিয়ে চলার মধ্যে যে ঔদ্ধত্বটুকু ধরা আছে , সেও

সন্ধিমনে দাঁড়ায় যুদ্ধের কাছে।

অথচ নদীতে নামা সদ্য ঝর্ণার মতো

আমাদেরও স্বাধীন স্বপ্ন ছিল একদিন।

সাধ পূরণের ঢেউ গুলো কবে যেন গর্বের চরায় ঠেকল।

গতিহারা সকালের রোদ

আলো নয় উত্তাপ নয়

নিছকই সময় জানান দিতে থাকে।

ইলশেগুঁড়ি বৃষ্টি বুকে নিয়ে সন্ধ্যা

ফিরে চলে গেলে

আমাদের পাঁজরে আজ আর আক্ষেপ নেই কোনো।

তবু অপেক্ষার অভ্যাসটা

আজও হারিয়ে যায় নি দেখো।

 

(২৪/০৬/১২)

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন