স্বপ্নদোষে দেখিনি তোমায়

স্বপ্নদোষে দেখিনি তোমায় 


যে সব গোপনাঙ্গ সঙ্গ করিনি কোনোদিন

স্বপ্নদোষের মতো ঊরুসন্ধীর প্রত্যাশায়।

মগ্ন বৈভব রাত্রির পক্ষীরাজ

ছুটছে ছুটছে ছুটছে

স্নেহ নয় মমতা নয়

নয় ভালোবাসার উতরোল মোহ।

ক্লান্তি ক্লান্ত রিক্ত সুসময়

সভ্যতার শিকড়ে প্রোথিত বিস্ময়।

 তাই নিয়ে ভালো আছো কি তুমি?

ভালো আছো অন্তরে ভিতরে?

সঙ্গসুখ বাহিরে?

 

আদিগন্ত চরাচর জুড়ে

লোভ লালসার ঝলকে ঝলকে-

নীহারিকার জন্ম মৃত্যুর পলকে পলকে-

ঝর্ণামুখ খুলে যাক

খুলে যাক বে আব্রু বারবণিতার জমাট পাথরকুচি বৃষ্টির মতো।

 

বন্ধু তোমার কান্না ধোয়া অশ্রুকণা কটা

গর্ভফুলে রেণু করে রেখো।

নির্বিকল্প সমাধি থেকে উঠে আসুক

এক কণা সূর্যমুখী পরাগ।

প্রেমের সুরভী বুকে। প্রেমে।

 

(০৫/০৫/১২)

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন