স্বপ্নবাসর

স্বপ্নবাসর


বৈতরণীর পাড় থেকে নক্ষত্রের জন্মের ইতিহাস নিয়ে

উকিঁ দিল রোদ আমাদের নির্বাক ইজেল

সাদা কালোর দীঘল সীমানায় বাকরুদ্ধ বিস্ময়

সেই রোদ কয় টুকরো আদর রঙে মৃত্যুর সাথে

খেলে গেলে একটা দুটো  চন্দ্র সূর্য পৃথিবী;

সমুদ্রকন্যাদের সময় হয় তখন

কবিতার অক্ষরের মতো মানুষের সীমানায়

জলকন্যারা বর্ণমালায় দিয়ে গেলে উত্তাপ--

আমাদের স্বরলিপি জুড়ে হেমন্ত বসন্ত

সবুজ জুড়ে কোমলগান্ধার সময় মানবিক আলো হাতে

নারীর বুকের মতো হলে,

প্রতিটি মানুষের জন্য আমারও হৃদয়

শতাব্দীর ঠোঁটে সহস্রাব্দের সমস্ত ঝংকার

অমৃতমন্থনে কুরুক্ষেত্র হিরোশিমা পেড়িয়ে চলুক

সক্রেটিস আলোর পিছনে

বৈতরণীর সীমানায় দেখা হোক

কয় টুকরো রোদের সাথে এবার

 

(২৭/০৬/১৩)

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন