স্বপ্নভঙ্গে পর

স্বপ্নভঙ্গে পর

 

প্রিয়জনের মুখ দেখে স্বপ্ন ভঙ্গ হলে

তবুও স্মৃতির ঝাঁপিতে

 ডুগ ডুগি বাজাতে পারেনি নিয়তি

খণ্ড বিখণ্ড সূর্যের র্আলাপনে বিন্দু বিন্দু জ্যোৎস্না জমিয়ে তুলেছি

কামধেনু চাইনি কখনো

গোধূলিসন্ধির নৃত্যে খুজেঁছি জীবনের আনন্দ

 

হয়তো জন্ম পরিচয়ে ভুল ছিল

 ভুল ছিল ক্রোমজমের অসতর্ক ডি এন এ বিন্যাসে

হয়তো বোধোদয় পেরোনো যৌবনের রঙ ছিল প্রত্যয়ের

স্বপ্নীল পলাশ

হয়তো জীবনের অধিকার দুঃখের কাছে নত

তবুও অমূল্য সময়

 

তাই সূর্য পুড়লেও পোড়েনি ছাই

কবর নিয়েও কোলে, মটিতে ঘুমোয় সবুজ

অনন্ত নক্ষত্রবীথিতলে তোমার অমাবস্যা ঠোঁটের মরুভূমিতে

 আমার পূর্ণিমা

তাই বিন্দু বিন্দু চুম্বন হয়ে ঝরে ছিল

তুমি পাও নাই তবু টের

 

(২২/০৪/১২)

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন