স্বপ্ন-সাধ-সাধনা

স্বপ্ন-সাধ-সাধনা


পুরুষ নারীকে ঘিরে ঘুরে গেলে

আলোকিত হয়ে ওঠে দিন-

ভালোবাসা খুঁজে পায় জীবনের মানে

নয়তো মৃত্যু হামাগুড়ি দেয় হৃদয় গভীরে

পুরুষের আহ্নিক গতির নৃত্যে ও গানে

পৃথিবী জন্ম নেয় নারীর শরীরে

 

সেই শিশু সবুজের গন্ধ মেখে নীল চোখে অনন্তকে ডেকেছে

ঈশ্বরের প্রতিমা গড়েছে মাটির ধানে

অতল সাগর থেকে পর্বত শিখরে ক্লান্তিহীন গ্লানিহীন যৌবনের টানে

কেবল জীবন আঁকে রঙের ভিতরে

 

অই রঙ বুকে নিয়ে পুরুষের হৃদয়ে

নারীকে ডেকেছি আমি

ইতিহাসের পটে আগামীর ধ্যানে

তাইতো রণ রক্ত সফলতার পরেও

মানবতার তীরে অহংকার ধুয়ে নিয়ে ভালোবাসার টানে

মানুষের স্বপ্ন-সাধ-সাধনা  সব মানুষকে ঘিরে

 

 (১৮/০৯/০৮)

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন