কলজে পোড়া ছাই

  

কলজে পোড়া ছাই

 

পাথরের মুখে কে আর নিজেকে দেখতে চায়?

বনপলাশীর পদাবলি নামাবলি গায়।

 

চোরাবালির ঠিকানায় প্রিয় রাস্তার গন্তব্য নয়,

পতাকার রঙ গায় মেখে গন্তব্য সহজ মনে হয়।

 

আশাবরি রাগে সাধা গলা অজান্তে কুমীর আনে টেনে,

বিক্ষোভ প্রতিবাদ মিছিলের আর্তনাদ সময়ের তুকতাক মেনে।

 

সময়ের চর্বিতে মেদ জমে ভারী।

একতলা দোতলা হয়ে চারচাকা কাঁচ ঢাকা গাড়ী।

 

প্রেমের দোসর হতে নগদ বিদায়। ভূলুণ্ঠিত জমি

তবু চিত্রনাট্যে যেমনটা হয়। আসলে তো মন নয় মমি।

 

পাথরের বুকে যেমন রক্তগঙ্গা বয়.....

তেমনই আমাদের ভালোবাসার অনন্ত সময়।

 

শ্বেতকপোতের শপথ  উড়ান দিয়ে, চল পা মেলাই।

মুখোশ নৃত্যে ছড়িয়ে দেব কলজে পোড়া ছাই।

 

(২৪/১১/১১)

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন