কবি যদি দুঃখ পায়

  

কবি যদি দুঃখ পায়

 

কবি যদি দুঃখ পায়।

তৃষ্ণার জলেও বিষম।

সকালের ধান ভাঙা রোদে

মরুপথের তাপ।

কবি যদি দুঃখ পায়।

কবিতার ভেতর আমি নেই।

ভালোবাসা অন্ন বস্ত্র

বাসস্থান হয়ে মমি।

বিশ্বাসে সন্ধ্যা ঘনায়।

কবি যদি দুঃখ পায়।

কবিতার খাতায় শব্দের কঙ্কাল।

কথা কাজ প্রশ্নে সব জট।

কবি যদি দুঃখ পায়।

নাভিকুণ্ডে তিলোত্তমা কলঙ্কিত।

পেয়ালা বোতলে ধোঁয়া ওড়ে

সানন্দা শরীরে।

কবি যদি দুঃখ পায়।

বহু প্রসবিনী সবুজ

অবুঝ খরার বুকে দহন।

গর্ভের কোষে প্রত্যয় পোড়ে।

কবি যদি দুঃখ পায়

শ্মশান কবর খোঁড়ে।

ভাস্কর আঙ্গুল মটকিয়ে

ক্রুশবিদ্ধ স্বশরীরে।

কবি যদি দুঃখ পায়।

সাতটি তারার তিমিরে

ঈশ্বর আবার পদ্মাসনে।

ত্রিভূবনে কে।

লোডশেডিংয়ে উন্মোচন

শলতে নেভা প্রদীপের।


যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন