কবিবন্ধু শোনো.....

  

কবিবন্ধু শোনো.....

 

কবিবন্ধু আজ

কোনসে কবিতা

তোমার ভালবাসার স্বপ্ন-নরম ছবি।

ধারণ করল শেষে শব্দমাত্রা ধ্বনি

নীরব মুখরে।

 

কবিবন্ধু বল

বইমেলার সেই দিন

প্রকাশ হল বই। এমন নতুন কি তা।

বিশেষত্বহীন। কিন্তু তবু ঐ।

ঐ যে তোমার নাম মলাট উপচে পড়ে

চেনা জানা সব বন্ধুমুখর স্বরে।

কি নাম দেবে তার?

কোন সে কবিতা

ধারণ করে স্মৃতিআত্মজৈবনিক অশ্রুসজল গীতি।

 

কবিবন্ধু তাও

ঐ যে কবিখ্যাতি  

প্রাসঙ্গিকও না। জন্মদিনের কবি  ধূপধূনোরই ছবি।

আবৃত্তিতে আর গবেষনাগার।

 

কিন্তু সেসব হলেও কালের গারদ গলে

নাম না জানা কবির একটি দুটি লাইন

মুখর জ্যোৎস্নায়। একটি দুটি লাইন

মৃত্যঞ্জয়ী স্বর।

বাঁচিয়ে যদি তোলে অনেক প্রত্যয়।

সেই তো তবে কবি তোমার অর্জন।

 মস্ত বড় বর।

 

(১৩/০৫/১২)

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন