কবর থেকে দাঁড়িয়ে

  

কবর থেকে দাঁড়িয়ে

 

হয়তো যা বলতে চাই আজও

হয়তো যা বলতে পারিনি তাও

হয়তো তোমায় চাইনি আমার পাশে।

হয়তো বিষাদ লাল রক্তেই ভাসে।

 

কখন যেন দিনের সূর্যগুলো

মুখোশ নাচে চোখেই দিল ধুলো।

কখন যেন মিছিল পায়ে পায়ে

শপথগুলো পাল্টে পাল্টে যায়।

 

মধ্যরাতের ভাঙ্গা দরজা খুলে

দেখলে হয়তো শহীদ আছে ঝুলে।

দেখলে তুমি আয়না ভাঙ্গা কাঁচ।

প্রতিবিম্বের আঙ্গুল তুলে নাচ।

 

হয়তো তখন স্বাধীনতার মানে

লটকে থাকে কালাহাণ্ডির গানে।

গর্জে ওঠা বারুদগন্ধী ক্ষণ।

বন্ধু বল হারাবে অকারণ?

 

হয়তো আমার শব্দ মানে স্বপন।

হয়তো বৃথাই শরীর জুড়ে বপন;

বদ্ধমুঠি আকাশজোড়া হাত।

দাঁড়িয়ে থাকে প্রহর ভরা রাত।

 

(১৮/০৬/১২)

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন