এলবামের ঘরবাড়ি

  

এলবামের ঘরবাড়ি

 

অনেকগুলো দিন মুখে করে

 ছুটে চলে গেল দেরাজে রাখা এলবাম

ভুলের মাশুলগুলো

ঝলমলে দাঁতে মুখোমুখি হাসি সাজালো

বিবর্ণ সত্য নয়

 ভাললাগে মায়াবী আলোর গল্পে টুং টাং

দু পাত্রে স্বপ্ন আকাশ কুসুম

হয়ত স্মৃতির মানে গোলক ধাঁধায় ঘুরপাক

তবু অভিজ্ঞতা ধোয়া গণ্ডুষে

কেবলই কলার উচুঁ হয়

কিছু লোক ঠকানো সংলাপে শ্রেষ্ঠ কবিতার

ঝুলিতে মুখ রক্ষা অবশেষে

তবু নিরালা আয়নায় হাতঘড়ির স্বীকারক্তি

কিছুটা আম্লান আকাশ ধরে রাখে মুখোশে

নয়তো মাঝ রাতে কালো কালো ছায়াগুলো

সারি সারি দেওয়াল তুলে দেয়

ঘুমন্ত শরীর আর মনের ক্যাম্পাসে

 

মানুষের সংসারে ঘরবাড়ি

কিংবা ফুটপাথে

ছোট গল্পগুলো অতীতমুখীন হয়

কেবলই বয়সের ভারে;

নড়বড়ে দিনের কার্নিশে

 

(১৫/০৭/১২)

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন