কস্তুরীমৃগের ঘ্রাণ

  

 

কস্তুরীমৃগের ঘ্রাণ

 

আমরা যারা ভালোবেসে নারীর মুখে এঁকেছি প্রেমের চুম্বন।

শয্যারাতের গভীরে ডুব দিয়ে তুলে এনেছি

অমল তৃপ্তির সূর্য।

চোখে চোখ রেখে বলতে শিখেছি-"তুমি সুন্দর আমি ভালোবাসি"

তারাও বিশুদ্ধ প্রেমিক নই।

শার্টের আস্তিনে কস্তুরীমৃগের ঘ্রাণ ঢেকে রাখে

পূর্বপুরুষের লালিত অধ্যবসায়।

নারীর চেতনা নয় প্রজ্ঞা নয়

নয় সূর্যতপা ঋদ্ধি?

শরীরের ঘ্রাণ মাঘ নিশীথের রাত্রে

অনেক বেশি মনোময় মনে হয়।

টেনে নেয় উষ্ণ সান্নিধ্যে।

 

মানুষ প্রকৃতির সাথে রোজকার সহবাসে

তবে কেবলি রেখে যেতে হবে স্বপ্ন নয়,

সাধনা নয়,

নয় উন্মুক্ত প্রত্যয়।

শুধুই বীর্য পতনের শব্দ?

পৃথিবীর আহ্নিকে তবে

আরও বড়ো দরজা খোলার স্তব করতে হবে।

নয়তো একদিন মানব ফৄরাবে।

 

(০৯/০৯/১২)

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন