ঠিকানা

 

 

ঠিকানা

 

চৌকাঠ ডিঙানোর ছাড়পত্র পাইনি

কলিং বেলের নরম শরীরে

বৈদিক মন্ত্র জপার ইচ্ছেসুতোয়

আগুন দিয়ে বসে আছি।

প্রেয়সী তোমার বিদগ্ধ চুম্বনের

আলসেতে ভর দিয়ে যারা আরাম পোহায়,

কিংবা মিছিলের অগ্রভাগে

যারা প্রেমের কবিতা পড়ে;

তাদের হৃদয় কিংবা অফুরন্ত সময়

ঠিক আমার মতোন তো নয়।

এ নয় শালবীথির নির্জনে মোনালিসা হাসির সংলাপ

কিংবা বহুতল রজনীর বাৎসায়ন সিম্ফোনী

এ নয় আমরণ মঞ্চসজ্জায় বসন্তবিলাপ

কিংবা যৌথ বিবৃতির আঁতুরে ডিএনএ বাহিনী

রঙমহলের হাততালির চৌকাঠে নয়!

রংমশালের নীচে অন্ধকার বরং বাসি হয়ে এলে,

অমলিন রোদের শিরোনামে আমার দুন্দুভি-

তোমার কানে বাজাবে নিস্তব্ধ দুপুরের বৈশাখী প্রহর

সেদিন তোমায় তারা, ঠিকই আমার ঠিকানা জানাবে

 

(০৬/০৬/১৩)

 

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন