ঢেউ

 

 

ঢেউ

 

আমাদের হৃদয়সন্ধির বয়স্ক উঠানে;

সময়েরর ঢেউ এসে-

একে একে

নিয়ে চলে গেছে অনেক

অনুপম ঘ্রাণের গোলাপী পালক

আকাশনীল সমুদ্রের

পক্ষীরাজ ঢেউগুলো

একদিন শরীরের বিন্দু বিন্দু জলে

রাত্রি ভরে সঞ্চয় করেছে উত্তাপ

উন্মুক্ত আকাঙ্খার সবুজ স্বপ্নমাখা প্রাঙ্গনে

যুথবদ্ধ লোক-লজ্জার

সাথে লড়েছে

সহজ ভঙ্গিতে উষ্ণ প্রস্রবণে মিলনবিন্দু এঁকেছে

জীবনের জয়োল্লাসে মেতেছে

রিপুর চৌকাঠ পেড়োনো

নিছক ভালোবাসায়

 

আজ সন্ধ্যা-প্রদীপ জ্বেলে আমাদের আরতি!

আজ স্মৃতির সঞ্চিত উত্তাপে নস্টালজিক:

দু-জনার শিথিল পাকসাট

তবু স্নপ্ন ও শরীরের তীব্র দহনে

সূর্যস্নাত প্রতিটি ভোরে-

আমাদের রাত্রির গল্প

কিংবদন্তী হবে একদিন!

আকাশনীল সমুদ্রের ঢেউয়ে!

 

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন