টাগ অফ ওয়ার

 

 

টাগ অফ ওয়ার

 

দোলনচাঁপা রঙে যাকে ভালোবাসা যায়

মিষ্টি পানের ঠোঁটে যাকে

ভীষণ মানায়

সেই প্রেয়সী আকাশনীল

পড়লে শাড়ী

গৃহবধুর কপাল ঘামে

ভাঙে কলসী হাঁড়ি

 

প্রেয়সী হাসেন মিষ্টি মধুর

রঙিন ঠোঁঠের মাপে

বুকের আচঁল পাল তুলে দেয় ভালোবাসার ভাপে.

সেই প্রেয়সী নরম অতি

বাড়িয়ে দিলে হাত

গৃহবধুর শাপ শাপান্ত

কেবল বাড়ে রাত

 

সাতটিপাকে বাঁধা জীবন

নিয়ম করে সাধা.

গৃহলক্ষ্মীর গৃহপালিত,

তবুও টানেন রাধা

কোন টানটা ভালবাসার

কোন টানটা বিষয় আশার

সেই ধাঁধাঁতেই খাবি খেয়ে

জীবন দেখি হলো অসাড়

 

সত্যি কথা বলতে গেলে

লজ্জা লাগে অতি

বাঁধা মাইনে মোটা মাইনে

তাই এত দূর্গতি.

আকাশের নীল আকাশে থাকে, জলের ঢেউ জলে

ভালবাসা ফর্দ্দ হাতে

সুদের কথাই বলে

 

১৯৯২

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন