তবু প্রেম তবু ভালোবাসা

 

 

তবু প্রেম তবু ভালোবাসা

 

প্রেম বল ভালোবাসা বল

বিশেষ কিছুই হয়নি সঞ্চয়

সৃষ্টির স্থিরবিন্দু থেকে

যাত্রা শুরু করে যতই

পা ফেল; ফিরেছি

অস্থির শয্যাতেই

 

সাম্প্রতিক পৃথিবীর মঞ্চসজ্জা দেখ

তীর্থক্ষেত্রের পূণ্য করিনি অর্জন

বিষুবরেখা থেকে চতুর্দিক

ঐতিহাসিক তথ্য নিয়ে যতই

বড়াই কর; করেছি

হৃদয় ক্ষত বিক্ষতই

 

বোধিবৃক্ষই হোক কিংবা ক্রুশ

সকল অর্জন হলো বিফল

মানবিক ভোর নিয়ে চোখে

স্বপ্ন সাধ সাধনায় যতই

ঋদ্ধ হও; দেখেছি

জিঘাংসা লোভ রিরংসাই

 

হৃদয় দিয়ে ভালোবেসে দেখ

শরীরী প্রতীতি ছাড়া কিছুই নই

জীবন জুড়ে শুধুই ছদ্মবেশ

কাব্য পড়ে যতই

মুগ্ধ হও; মূলত

সব নির্মাণ অশুদ্ধই

 

 (১০/০৫/১২)

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন