ডেড এণ্ড

 

 

ডেড এণ্ড

 

এখানে ক্লান্ত বরফ পেড়িয়ে

মরুভূমীর বালির মতো রোদে রোদে মিতালী

চৌঁষোট্টিকলায় পারদর্শিনীর আঁচলে অভ্যস্ত সন্ধ্যা

মিতবাক এবং চন্দ্রকেলীর  রাতের প্রস্তুতিতে নিমগ্ন

স্বস্তির কাঁটায় চেপে গার্হস্থ্য তুফানেই

সাঁতরাতে জানতে হয়

শুধু ডুবে ডুবে জল খাওয়াই তো নয়,

ঢুকু ঢুকু হাঁফছাড়া মৌতাত

নিরালা সিন্দুকে

জমিয়ে রাখাই ভালো

শুধু শরীরের তাপ উত্তাপ সন্তাপের দিনলিপি নয়

সমস্ত আদর যদি অভিজ্ঞতার মাটিতে দিবানিদ্রা দেয়,

কিংবা ধরা যাক সুখ দুঃখের  খুঁটি ছিঁড়ে যাবার বেলায়,

স্থিতপ্রাজ্ঞ ময়নার মতো-

কেবল মুদ্রদোষে

সোনার খাঁচা ঠোকড়ায়!

বিধাতা নিয়তির মতো

হয়তো তত নিশ্চিন্তে নয়,

তবু জানেন, সেকেণ্ড এডিশান-

না আর কোনোমতে নয়!

 

 (১৪/০৯/১৩)

 

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন