জানি না কখন

 

 

জানি না কখন

 

কোনোখানে ঈশ্বর লুকিয়ে আছেন জেনে তুমি

নিশ্চিন্তে নদীতে আঁকো জল

ভালোবাসার অমৃতমন্থনে

যতই উঠুক গরল হলাহল

সন্ধ্যা তোমার বুকের নুপুরে শিশুর ঠোঁঠে

ভিজিয়ে চঞ্চল

 

উত্তুঙ্গ ঐ পর্বত শিখর থেকে আমাদের আরবসাগরে

মগ্ন তুষারপাত আর মরুঝরে

ঈশ্বরের লেখ নাম

তুমি আজও কি মনে করে?

 

যত যুদ্ধের বেজেছে দামামা

যত সৈনিক তত শতাংশ খুনি

যত ভালোবাসা হয়েছে উজার

শবের মিছিলে মৃতদেহ শুধু গুনি

প্রেম ভালোবাসা আঁকতে যাইনি আর

দেখেছি যারা মানুষের শয়তানি

 

তবুও তুমি তুলেছ আবার ধ্বনি

ভালবাস বলে হৃদয় খুঁড়েছ খনি

ঈশ্বর নয় ভালোবাসা যদি হয়

এই বিশ্ব এখনো আলকময়

কিন্তু সেতো সুদূরপরাহত

জীবন আজও রয়েছে অবনত

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন