শব্দের পরিখা

 

শব্দের পরিখা

 

যতদূর পারি, শব্দের শরীরে

নিজেকে জড়িয়ে নিই

 

সমস্ত ইন্দ্রিয় জুড়ে এই জ্বালা

নিঙড়ে নিতে থাকে এই আমাকে

 

ওদিকে, সেই তিনি

যিনি মিটমিট হাসিতে গুণ টানেন

 

ইরেজার হাতে বসে থাকেন

মহাকালের পাড়ে

 

শব্দের হাত ধরে তবু আমি

আমাকে সাজাতে থাকি

 

দেওয়াল লিখন থেকে কপালের রেখায়

অক্ষরের মায়া জুড়ে আত্ম প্রতিলিপি

 

মাঝখানে পড়ে থাকে পাণ্ডুলিপি জুড়ে

বিধিলিপির রেখা, পাঠকের নাগালের বাইরে

 

২৩শে আগস্ট ২০২৩

 

 

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন