সে আছে

 

সে আছে

 

মহাশূন্যের মতো গভীরে

অনন্ত শূন্যতায় ভেসে আছি

পরম বিশ্বাসে

……সে আছে

 

গোপন অভিসারের মতোন মাতনে

নিবিড় সান্নিধ্য যেন নিয়ত

পরম তৃপ্তিতে

……সে আছে

 

কল্পনা? না’কি স্পষ্ট অনুভব!

এই তো হাতে হাত ধরা

আলিঙ্গনে

……সে আছে

 

অনন্ত সময় গ্রন্থিতে শাশ্বত উষ্ণতা

এই ছোঁয়া, ছুঁয়ে ছুঁয়ে থাকা

পরস্পরে

……সে আছে

 

তবুও নক্ষত্র পতনের মতোন মুহুর্মুহু

শব্দ শুনি, শুধু জানি স্থির

নিশ্চিন্তে

……সে আছে

 

মহাশূন্যের মতোন গভীরে

মহাবোধি প্রত্যয় না’কি মহাভ্রান্তি?

শুধু জানি

……সে আছে

 

২৭সে আগস্ট ২০২৩

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন