বিষের মন্থন

 

বিষের মন্থন

 

জলের সঙ্কেত ধরে ধরে

পা ফেলছি সাবধানে

এখনো মড়া হাড়ে

প্রাণের স্পন্দন খুঁজি

এখানে ওখানে

 

শহর নগর জুড়ে

ভুত প্রেত দৈত্য দানো

তবুও কবর খুঁড়ে

আবারো মহাকাব্যের

সলতে পাকানো

 

চারিদিক নরক গুলজারে

বিষের মন্থন প্রতিদিন

তবুও জমাট অন্ধকারে

জন্ম দিয়ে যেতে হবে

চে গুয়েভারা লেলিন

 

২৭শে আগস্ট ২০২৩

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন