সকলের মতোন

 

সকলের মতোন

 

এই দেখুন, এখনো কেমন বেঁচে আছি

বাকি সকলের মতোই লজ্জার মাথা খেয়ে

 

মননে ধু ধু প্রান্তর মরুভুমির মতোন বিশুষ্ক

হৃদয়ে ইট কাঠ পাথরের দেওয়ালের সারি

 

চোখ? চোখের সাম্রাজ্যে শপিং মলের ভিড়

আর ফ্যাশন শো’য়ের মিস ইউনিভার্স

 

হাতে এতো কাজ, যে ঘড়ি দেখার সময় নেই

নির্দিষ্ট গন্তব্য ছাড়া নামি না কোথাও

 

বিয়ের পিঁড়িতে বসে ছাদনাতলায় এসেছিল সে

তারপর আদাজল খেয়ে সংসার পাতানো

 

বকেয়া রোমান্সগুলো মধ্য রাতের ক্লান্তিতে

একটু তাড়িঘড়ি ঘুমিয়ে পড়ে পাশাপাশি বালিশে

 

পরকীয়া নেই, পিএনপিসি ষোলআনা দুইজনে

‘নেবার্স এনভি ওনার্স প্রাইডে’র প্রোজেক্টে ব্যস্ত

 

তারপর, সকালের কাগজে চোখ বুলিয়ে নিয়মিত

ছ্যা ছ্যা করি, সবকিছু গোল্লায় গেল যাহোক…

 

২৮শে আগস্ট ২০২৩

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন