তবু কোলাহল

 

তবু কোলাহল

 

যে কথাগুলো বলা উচিত ছিল

নীতিবাক্য নয়, প্রলাপ কিংবা বিলাপও নয়

নয় মনের দুঃখ পাতায় ভিজে অক্ষরে লেখা

সে সব কথার ভিতরে কুড়ে কুড়ে খাওয়া সত্য

 

কফিনবন্দী জবানবন্দির মতোন, সত্য

জমাট বাঁধা অন্ধকারের মতোন নিত্য

সে সব কথার ভিতরের কথাগুলো সব

চলে যাওয়ার আগে বলে যাওয়া ভালো

 

এই যে জমকালো আলোর মায়াজালে

সম্মোহিত বিবেকের পটে শৃঙ্খলিত সুখ

গৌতম বুদ্ধ নয়, চৈতন্যের আলো নয়

ইঁদুরের মতো দৌড়, সকলের আগে

 

তারপর সাদা পাতা জুড়ে আত্মশ্লাঘার ঘুণ

জয়মাল্য বরমাল্য চমকানো প্রহর, তরপর

সেই খড়কুটো উড়ো খই, সেই ধুলো ঝেড়ে

ইতিহাস উঠে দাঁড়াবে নিজের গরজে না’কি!

 

কে বা কাকে মনে রাখে, ফটোর ফ্রেমে

কয়টি দিন ধরাই বা থাকে? বাকি সব

শিশিরের জল, ভেজাতে পারে কি মাটি?

শস্য ফলে না শিশিরের জলে, তবু কোলাহল

 

২৭শে আগস্ট ২০২৩

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন