বুকের বাঁদিকে

 

বুকের বাঁদিকে

 

বুকের বাঁদিকে

অনেকেরই ব্যাথা হয়,

অনেকের হয় না

চেতনার ছায়ায়

সকলেই স্থির নয়

কারুর কারুর ভিতরে

ঘুণ পোকা নড়ে চড়ে

কুরে কুরে খেয়ে নেয়

চৈতন্যের অস্থিমজ্জা রস

 

সেইরকমই কয়েকজন

শ্রীমুখ দেখিয়ে, দেখি

মঞ্চ কাঁপায়, হাত নাড়ে

বারবার মঞ্চ বরাবার,

স্মিত হাসি হেসে

অনৃত ভাষণে করতালি

মুখরিত সন্ধ্যায়

নিজেরাই পুলকিত হয়

সবচেয়ে বেশি

 

বুকের বাঁদিকে

অনেকেই ব্যাথা পায়

এই সব ছবি দেখে,

মুখশ্রীতে আঁকিবুঁকি যন্ত্রণায়

পাশ ফিরে শোয়।

মগজ বরাবর অনিদ্রার

অভিশাপ মহানিদ্রার অভিসারে

ভুলিয়ে রাখে, নয়ত

বেদনা সহ্য করাই দায়

 

২৭শে আগস্ট ২০২৩

 

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন