জলের মাতন

 

জলের মাতন

 

জলের ভিতরে চঞ্চলতা আছে

জলের মতো করে ছন্দে ছন্দে

পা ফেলতে চেয়ে পিছলে পড়েছি

সময়ের হাইওয়ে এগিয়ে গিয়েছে

 

তারপর কত জলের উত্তাল ঢেউ,

ঢেউয়ের মাতন আমার হৃদয় জুড়ে

আছড়িয়ে পড়েছে বারবার, তবু

আমি নিশ্চল কিংকর্তব্যবিমূঢ়

 

পরিযায়ী মন ডানা মেলতে চায়

এই আকাশ, আকাশের নীল

বাতাস, বাতাসের মতো উচ্ছ্বাসে

তবু আমি তল্পিতল্পা নিয়ে স্থির

 

স্থিতু হয়ে বসার মতো নিরুপদ্রব

এক অনন্ত জীবনের খোঁজে, শিকড়

নামিয়েছি একটু একটু করে প্রতিদিন

তবু জলের মাতন আমার ভিতর…

 

২৮শে আগস্ট ২০২৩

 

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন