সুড়ঙ্গ এগিয়ে চলেছে

 

সুড়ঙ্গ এগিয়ে চলেছে

 

সুড়ঙ্গের প্রান্তসীমায় পৌঁছাতে চেয়েছি

জেনেছি, ও প্রান্তেই সমস্ত অন্ধকার ছাপিয়ে

অনন্ত জ্যোতির্লোকে তিনি রয়েছেন

 

এপারে আমাদের রাজত্ব, হাঁটি কিংবা হামাগুড়িই দিই

এপারে দেখিনি কোথাও তাঁকে, এতটাই অন্ধকার

এপারে পথ হারানোর ভয় তাঁকেও পিছু ছাড়েনি বোধহয়

 

সুড়ঙ্গের প্রান্তসীমায় পৌঁছাতে চেয়েছি

জেনেছি, ও প্রান্তেই সমস্ত অন্ধকার ছাপিয়ে

অনন্ত জ্যোতির্লোকে তিনি রয়েছেন

 

এপারে আলো নেই, তিনি নেই, অন্তহীন গহন সুড়ঙ্গে

আমরা কয়জন, তাঁকে দেখতে চেয়ে পথিক হয়েছি

আমাদের পথে পথে, পথই এগিয়েছে শুধু

 

সুড়ঙ্গের প্রান্তসীমায় পৌঁছাতে চেয়েছি

জেনেছি, ও প্রান্তেই সমস্ত অন্ধকার ছাপিয়ে

অনন্ত জ্যোতির্লোকে তিনি রয়েছেন

 

সেই পথে অন্ধকার আরও গাঢ় হয়ে সুড়ঙ্গ এগিয়ে চলেছে

বহুদূর, বহুদূরে দূরে সরে গিয়েছে অমৃত জ্যোতির্লোক

আমরা এগিয়েছি যত, তিনি তত দূরে দূরে গিয়েছেন সরে

 

২৭শে আগাস্ট ২০২৩

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন