আমি ও সে

 

আমি ও সে

 

চেতনায় সেই ছায়া ঘনায়

দৃশ্য থেকে দৃশ্যান্তরে

একটি মেয়ে, যৌবনবতী

সঙ্গম গর্ভবতী জননী তারপর

 

রক্ত মাংসের সচ্ছলতা ভালো

না হলে বিষণ্ণ যাত্রীর মতোন

রাত্রিও ভোরের অপেক্ষা করে

ক্লান্তি এবং অবসন্নতায়

 

ব্রহ্মাণ্ড মন্থনের মতোন

রাতের বিছানা আলুলায়িত হোক

যতদূর রক্তের ঢেউ তরঙ্গায়িত হয়

মাঝখানে পড়ে থাকি আমি ও সে

 

১৩ই জুন ২০২৩

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন