শরণার্থী

 

শরণার্থী

 

নক্ষত্রের দিকে তাকিয়ে কাজ নেই

নেমে এসেছি নারীর বুকের মাঝে

সেখানে রহস্য রোমাঞ্চ আছে

আছে বীর্যপতনের সুখ

 

তাই আমি নারীর কোলের কাছে

শামুকের খোলের মতোন ধীরে

সমস্ত উপেক্ষা উপহাস, উপেক্ষা করে

দিনে দিনে এগিয়ে চলেছি

 

ক্রমাগত ভালোবাসার শপথ নয়

নারীর বুকের মাঝে আশ্রয় পেলে

অন্ধকার মহাশূন্য নক্ষত্র ফেলে

শরীর ঠাণ্ডা হয়, গভীরে গহনে

 

তাই আমি নারীর কোলের ভিতর

শরণার্থীদের মতো ভিসা পাসপোর্টহীন

ইতিহাস উপড়িয়ে নিয়ে হয়ে যেতে লীন

ধরে রাখি বীর্যপতনের সুখ

 

১৩ই জুন ২০২৩

 

 

 

 

 

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন