এখানে লম্বা লাইন

 

এখানে লম্বা লাইন

 

এখানে লম্বা লাইন, মানুষের মাথা

স্লথ গতি, সোজা কিংবা বাঁকা

 

সেই ভিড়ের মাঝে, আমিও উৎসুক

খুঁজে চলি, মনের মতো একটি মুখ

 

মুখে হাসি, প্রলম্বিত ভালোবাসার টান

জীবনের নাগরদোলায় আবাহনী গান

 

শূন্য থেকে মহাশূন্যে উড়ুক্কু মন

মিছিলের ভিতরে নয়, বাইরে জনগণ

 

কিংকর্তব্যবিমূঢ় লাইনের পিছনে একা

সময়ের স্লথ গতি, তবুও অপেক্ষা

 

আমি আছি, জানি তুমিও রয়েছো ভিড়ে

আকাঙ্খিত হাতের প্রত্যাশাকে ঘিরে

 

হয়তো এই জন্মে নয়। দেখা হবে

অন্য কোথাও, অন্য কোন ভাবে

 

হয়ত‌ো বা এই ভিড়ের মতো অগণন-

মিছিলে নয়, বাইরেই পড়ে থাকবে জনগণ

 

১৩ই জুন ২০২৩

 

 

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন