ধ্বংসস্তুপের সামনে

 

ধ্বংসস্তুপের সামনে

 

ধ্বংসস্তুপের সামনে দাঁড়িয়ে রয়েছি

আভুমি নতজানু হয়ে স্তম্ভিত প্রত্যয়

 

বিনাশের নীলনকশা হাতে খেলা করে

ক্রোরপতির জোট, যুথবদ্ধ ভাবে

 

আর শিঙা ফোঁকে উচ্চস্বরে, দুইবেলা

সাদা কালো রঙ, ঠিক করে দিতে

 

বিভ্রান্ত জনতা, মিছিলে মিটিং-এ

কেউ বুক চাপড়ায়, কেউ হাততালি দেয়

 

ধ্বংসস্তুপের সামনে দাঁড়িয়ে রয়েছি

আভুমি নতজানু হয়ে স্তম্ভিত প্রত্যয়

 

সংবিৎ হারিয়ে যেতে চায়, কি হবে আর

সৎ চিৎ কিংবা গভীর দূরদৃষ্টিতে?

 

বিনাশের লম্বা হাতে, সব সুতো বাঁধা আছে

কখন কোন টানে কে চিৎ হয়ে উপড়ে পড়ে

 

মার্কস, লেলিন মাও, দেখা হয়ে গেছে

সংঘবদ্ধ প্রত্যয় খুঁজে পায়নি তবুও মানুষ

 

১৩ই জুন ২০২৩

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন