কলঙ্ক

 

কলঙ্ক

 

পায়ের তলায় জন্মভুমির মাটি

তার গভীরে, শত শত শতক

শুয়ে রয়েছে অনন্ত ঘুমে

 

কত নারী এলো গেলো

গর্ভবতী হলো যৌবনবতীরা

জননী স্বর্গাদপি গরীয়সী

 

তবু নবজাতক কাঁদে

ভাঙাচোরা দেশের শ্মশানে

সে কান্না জমেছে মাটির গভীরে

 

এই বাংলার মাঠ ঘাট প্রান্তরে

ইতিহাস লজ্জা পায়, বারবার

যতবার জন্মাই, কলঙ্কিত হয়ে

 

১৩ই জুন ২০২৩

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন