সংবিধান

 

সংবিধান

 

ঘুমের ভিতর, রোজ

জেগে থাকি, দেখি

নিজেকে, দেখি তাকে

দেখতে পাই অনেক কিছুই

 

সারাদিন যে সব ছবি

ভুলে থাকার রেওয়াজে

মনুসংহিতা আউরাই

সভ্য থাকি চলনে বলনে

 

ঘুমের ভিতর, আমি

প্রস্ফূটিত সত্যের মতো

নক্ষত্রের আলোর মতো

ঝরণার আনন্দ টের পাই

 

সারাদিন যে সব আনন্দ

চেপেচুপে লুকিয়ে রাখি

চক্ষুলজ্জা, ধর্মভয় আর

সংবিধানের খাতিরে

 

ঘুমের ভিতর, রোজ

আমি জেগে থাকতে চাই

ঠিক যেমন উন্মুক্ত স্বপ্নের

পাখিরা ডানা ঝাপটায়

 

১৩ই জুন ২০২৩

 

 

 

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন