রেলিং

 

 

 

রেলিং

 

দুই চোখে ঘুম লেগে রয়েছে…

যাপিত জীবন জুড়ে

টলমল সাঁকোর রেলিঙ ধরে

হেঁটে যাই। আমিও বকিদের মতো

চোখ বুঁজে জানি

কোন দিকে হেঁটে যেতে হবে কতখানি

তারপরে সরকারী বেতার ভাষণে

দেশপ্রেমের পাঠ নিতে নিতে

একদিন ইহকালের শেষ চৌকাঠে

বেহেড মাতালের মতো

নিশ্চিন্তের একটানা ঘুমে পড়ে থাকা

যে ঘুম ভাঙ্গে না কখনো!

 

দুই চোখে ঘুম লেগে রয়েছে…

যাপিত জীবন জুড়ে, এই ভালো

রেলিং ধরে হেঁটে যাওয়া শুধু

টলমলে সাঁকোর উপরে

 

২রা সেপটেম্বর’ ২০২২

©শ্রীশুভ্র

 

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন