বিদগ্ধ পায়ে’র সরণীতে

 

 

 

বিদগ্ধ পায়ে’র সরণীতে

 

ভীষণ রকম শুকিয়ে গিয়েছেন

চিনতেই পারিনি প্রথমে

শুকনো মুখ, ফাকাশে চাহনী

 

এলোমেলো আঁচলে বিহ্বল সংলাপ

ধামাচাপা দেওয়া স্মৃতির ভ্যাপসা গন্ধ

বুকে নিয়ে, সন্ত্রস্ত পা ফেলে ফেলে

 

কোথায় চললেন? এদিকেই কোথাও?

কাছে পিঠে কারুর কাছে?

না’কি নিজেকে খুঁজতেই বেড়িয়েছেন

 

সাতজন্মের দেনা শোধ করে

অবশেষে, পুরুষের গন্ধ শুঁকে শুঁকে

বিদগ্ধ পায়ে’র সরণীতে ……

 

১১ই নভেম্বর’ ২০২১

©শ্রীশুভ্র

 

 

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন