পতাকার মাপে

 

 

পতাকার মাপে

 

কিছুটা অন্ধকার খুঁড়ে নিলে

আলোর ফুলকিগুলো -

চাপা দেওয়ার কাজ

অনেক সহজ

 

যতদূর চোখ যায়

ততদূর বশ্য মানুষ

বারুদের গন্ধ নাকে এলে

মন্দিরের ঘন্টায় কাজ হয়ে যায়

 

ঈশ্বরের মর্জি ভালো

দর্জির কাজটা শাসকের হাতে

পতাকার মাপে  জনশক্তি

নিয়ন্ত্রণে থাকে

 

জন্মের ব্যাকরণ মেনে

আমি তুমি, আমাদের পোশাকে

কতই আর ভিন্ন হব, তাই

মুখ দেখি পরস্পরের মুখে

 

৭ই নভেম্বর’ ২০২১

©শ্রীশুভ্র

 

 

 

 

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন