মড়ক

 

 

 

মড়ক

 

ছাই চাপা দিতে দিতে দেখি

খসে পড়ে লজ্জার আবরণ

ধামাচাপা দেওয়া অধ্যায়গুলি

দুর্গন্ধ ছড়ায় মড়কের

 

ভোকাট্টা ঘুড়ির সুতোর মতো

আত্মসম্মান ধুলায় লুটালে

ঘুণ ধরা কাঠের মতো অট্টহাস্য

আনন্দ করে নেয় বিরোধী শিবির

 

সব অক্ষর ম্লান হয়ে গেলে

ভিড় পাতলা হয় দিনে দিনে

উদাসীন সময় সরণীতে

ইতিহাস পাতা উল্টিয়ে নেয় ধীরে

 

৪ঠা সেপটেম্বর’ ২০২২

©শ্রীশুভ্র

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন