এই আমি

 

 

 

এই আমি

 

স্বপ্নের ইতিবৃত্ত ঘিরে রাখে

আকাঙ্খার বনেদি চৌকাঠ

শতাব্দীর পাকদণ্ডি বেয়ে বেয়ে

দোতারার সুর ঝংকারের নদী’র মত

এই আমি, পাপ নয় পুণ্য নয়

ইতিহাসের শাদা পাতা জুড়ে

স্বপ্ন থেকে স্বপ্নের ভিতরে

আকাঙ্খার বনেদি চৌকাঠে

 

সময়ের বালুতটে নির্জন রাত নামে

উদাসীন ঈশ্বরের মতো নিষ্পলক

এই পৃথিবী, কিংবা আরও দূর

সময়ের পিছনে এগিয়ে গেলে

এই আমি, স্বপ্ন থেকে স্বপ্নের ভিতরে

আকাঙ্খার বনেদি চৌকাঠে…

 

৩রা সেপটেম্বর’ ২০২২

©শ্রীশুভ্র

 

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন