একা কুম্ভ

 


একা কুম্ভ

 

কারুর কাছে যায় কি পাওয়া সুখ

কোথায় গেলে ভোলানো যাবে স্মৃতি  

কে আর এমন অসময়ের দিনে

আসবে কাছে আনবে নিয়ে প্রীতি

 

এই যে এত ভিড়ের মিছিল- মুখ

ব্যস্ত অতি পায়ের গতি দ্রুত

বাতাস জুড়ে বিব্রত সংলাপ

আশার আলো হয় না কেন শ্রুত

 

তবুও যখন শিউলী ফোটা ভোর

কাঁচা রোদ ভাসায় ব্যালকোনি

আকাশ নীলে হারিয়ে গেল চোখ

মন দেওয়ালে দ্রিদিম দ্রিদিম ধ্বনি

 

তিমিরনাশী অস্ত্র নিতে তুলে

কেউ বলে নি, বলে না কেউ আর

এদেশ এখন চক্রব্যূহ জালে

জাল কাটলে জীবন রাখা ভার

 

আগুন যখন ঘর দুয়ারে পা

দগ্ধ চেতন স্বজন পোড়া ছাই

চোঙা হাঁকে সিংহাসনের ‌’পর

এই তো সুদিন বাজাও তালি তাই

 

এমনই এক ভিড়ের মাঝে আমি

হারিয়ে গিয়ে আমার সাথে একা

বিনিদ্র রাত কলম চলে দ্রুত

যুদ্ধে যাওয়ার মন্ত্র হয় নি শেখা

 

৮ই কার্তিক’ ১৪২৭

 

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন