কবি ও কবিতা

 

 

কবি ও কবিতা

 

একগুচ্ছ প্রেমের কবিতা লিখে বসে আছি

জানলার ফাঁক দিয়ে শ্রাবণ উঁকি দিয়ে যায়

মেঘ ভরা রাত সারারাত সে সব কবিতা পড়ে

আমি শুনি প্রেমের ক্ষত গ্লানি অভিশম্পাত

 

তবুও বৃষ্টি পড়ে আমাদের ওখানে এই শ্রাবণে

টুপটাপ দোতারায় ঝিরিঝিরি নৃত্যে অথৈ

প্রেমের পয়ার থেকে হালফিলের মুগ্ধ ছদ্মবেশে

সাজানো অক্ষর ক্রমশ স্থিতু হয় নাগরিক প্রজ্ঞায়

 

ওদিকে স্বল্পায়ু বেশে মিলনের সুখ কবিতা মানে না

হাত ঘড়িতে মধ্যরাতের যন্ত্রণা অধিকতর যেই

শ্রাবণের ছাঁট জানলা পেরিয়ে মানুষের মতো ঘামে

নিবিড় গাঢ় রাত মহাকালের মতো ঋষিকল্প তখন

 

শ্রাবণের ১৩’ ১৪২৫

 

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন