একা এবং সকলেই….

 

 

একা এবং সকলেই….

 

এখনও হেঁটে চলেছি

না, মাইলের পর মাইল নয়

পরিযায়ী শ্রমিকের পায়ের মতো

 

এখনও হেঁটে চলেছি

না, প্রতিশ্রুতির মিছিলে নয়

হতবুদ্ধি নাগরিকের মতো

 

এখনো হেঁটে চলেছি

না, এক শিবির থেকে অন্য শিবিরে নয়

বুদ্ধিজীবীদের সুবিধের মতো

 

এখনো হেঁটে চলেছি

না, ক্ষমতার অলিন্দে নয়

বেহায়া ম্যাজিশিয়ানদের মতো

 

এখনো হেঁটে চলেছি

না, লংমার্চের জনযুদ্ধে নয়

বিপ্লবী সৈনিকের মতো

 

এখনো হেঁটে চলেছি

প্রজন্মের পর প্রজন্ম

ভারবাহী বলদের মতো একা,

সকলেই

 

১১ই আশ্বিন’ ১৪২৭

 

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন