একুশ শতক বিংশ শতকের পর

 

 

একুশ শতক বিংশ শতকের পর

 

একে একে অতিথিরা সব ফিরে গেলেন

ফাঁকা চেয়ার শূন্য চোখে তাকিয়ে

দেওয়ালের কানাকানি দীর্ঘশ্বাসের মিছিল

টেবিল জুড়ে মুখোশের উচ্ছিষ্টে

মহাকাব্য লেখা যেতে পারে

বৈদ্যুতিক বাতির অবশেষটুকু টিমটিম করে

অন্ধকারের সাথে অসম লড়াইয়ে ক্লান্ত বিদ্ধস্ত

যবনিকা পতনের তখনও ঢের দেরি

 

মহানগরের পথে মরুতীর্থের যাত্রীর মতো

ক্লান্ত পথিক আমি মরীচিকার চারধারে অবিরাম

ওদিকে পাণ্ডুলিপি জুড়ে শিলান্যাসের ধুম

রত্নখচিত দিনের আয়োজনে ব্যস্ত সময়

অতিথিরা সব পুরস্কার মঞ্চের দিকে এগিয়ে

পরস্পর পুরস্কৃত করবেন নিজেদের

 

২৪শে আশ্বিন’ ১৪২৫

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন