কবিসন্ধ্যার তিথি

 


কবিসন্ধ্যার তিথি

 

অবকাশ সন্ধ্যায় মগ্ন নির্জনে রাত্রি নামে

দুই চোখে জীবিত প্রেতাত্মার অভিসার

মৃত শব্দের খুঁটিতে বাঁধা পড়ে থাকে

যাবতীয় স্বপ্ন সাধ সাধনা আত্মপ্রত্যয়

 

পুরানো অক্ষর ঘষেমেজে কৃত্রিম গাঢ় রঙ

কিছুটা ছিটানো যাক, তারপর ব্যভিচারী

সময়ের ঢঙে শিবিরী স্লোগানে সাজিয়ে

যাবতীয় বাক্য মানেই শ্রেষ্ঠ কবিতা

 

হেমন্ত জুড়ে উৎসবের স্মৃতি খুলে বসা

আবৃত্তি মঞ্চে নাগরিক সমিতির কলধ্বনি

দিগন্ত বিস্তৃত কালো কালো মাথা আর

তুমুল উল্লাস। উচ্চারিত ভাষণে তিনি কবি

 

 

কার্তিকের ১৫’ ১৪২৫

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন