লক্ষ কোটি পা

 

 

লক্ষ কোটি পা

 

রক্তার্ত পায়ের বুকে নীরব পরিযায়ী

মাইল মাইল ইতিহাসে ক্ষত দীর্ঘস্থায়ী

 

লবণাক্ত ব্যাথার ভারে অপমানের মার

মুঠো মুঠো স্মৃতির ঘরে অস্ফূট চিৎকার

 

ভারতবর্ষ এফোঁড় ওফোঁড় পথের ধারে লাশ

পথে পথে গড়ায় ভারত এমন সর্বনাশ

 

শৃগালেরা হুক্কাহুয়া ডাকছে অবিরত

দলে দলে ফেউয়ের দল হচ্ছে সমবেত

 

আমি তুমি সেল্ফি তুলি হাসি হাসি মুখ

ঘরে গরে মজুত রাখা অন্ন বস্ত্র সুখ

 

নিঝুম পথে এগিয়ে চলে লক্ষ কোটি পা

দ্রিদ্রিম বাজনা বুকে আগুন ভিভবে না

 

৪ই জ্যৈষ্ঠ’ ১৪২৭

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন