রাতের পর রাত

 


রাতের পর রাত

 

পরস্পর আর কি্ছু নয়, অন্য কিছু না

উষ্ণতায় জড়িয়ে থাকা রাতের পর রাত

 

রোজকার বন্দর ছেড়ে চলে যাওয়া নৌকা

স্মৃতি বিস্মৃতির ভগ্ন প্রাসাদে জড়ানো ইতিহাস

 

চুম্বনের সীমারেখা জুড়ে, আমি আর সে

এলোমেলো স্পর্শের আদরে নিষিদ্ধ স্বপ্ন

 

অজস্র মরা নদীর বাঁকে আশত্থ বট পিপুল

ঘুমন্ত জলের শরীরে পরস্পর জড়ানো শিকড়

 

শরীরের গলিঘুঁজি ঘুরে, ডুবতে ডুবতে ডুব

বিন্দু বিন্দু গোপনাঙ্গ সুখ ডুবুরির মগ্নতায়

 

অন্তিম কবরের পাশে, ফণিমনসার ঝোপ

শিরায় শিরায় শিহরণ রাতের পর রাত

 

১২ই জ্যৈষ্ঠ’ ১৪২৪

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন