রৌরব

 

রৌরব

 

তোমরা যারা আছ‌ো সুখে

সেলফি তোলা হাসিমুখে

সকাল বিকাল ওয়াল জুড়ে

আনন্দেতে বেড়াও ঘুরে

 

এই তোমাদের রকম সকম

রাতভোর দিন বকম বকম

নাচ গান আর গল্প বলা

ঢাক পেটানোর ষোলকলা

 

খুবই ভালো খুবই ভালো

মুখ মুখোশে খুশির আলো

যে যার মতো খুঁটি খুঁজে

নিরব থাকো চক্ষু বুঁজে

 

তাইতো দেখি বক্ষ জুড়ে

নাই কোন খেদ ব্যথার সুরে

যখন শোন কৃষক মরে

ধর্না দিতে পথের পড়ে

 

দিল্লী ঘিরে লক্ষ কিষান

বাজায় ডঙ্কা বাজায় বিষাণ

মরবে তবু ফিরবে না ঘর

কৃষি আইন নিয়ে মাথার উপর

 

জানি, তোমরা ভাবছো এসব

সেই রাজনীতি সেই রৌরব

শিখ খেপেছে আমাদের কি

আমরা বরং তফাৎ থাকি

 

তফাৎ থাকো যেমনটি চাও

নৃত্যগীতের লাইভ দেখাও

যে যার খুঁটি জড়িয়ে ধরে

গলা মেলাও ভক্তি ভরে

 

তোমার যারা আছো সুখে

কি এসে যায় চাষীর দুখে

বরং দেখো বাজিয়ে তালি

বর্গী আনতে ছোটে বাঙালি

 

২৫শে পৌষ’ ১৪২৭

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন